জীবনটাকে বোঝার জন্য পুরো জীবনটাই কম পড়ে যায় । জীবনটা ততদিন সুন্দর যতদিন তার দায়িত্ব বাবা মা নেয় ।।
যখন সেই বোঝা নিজের ঘাড়ে চাপে তখন বোঝা যায় জীবনের মানে।। আমি যা শিখলাম জীবন থেকে।।
- সুখ হলো এক মরীচিকা প্রতিটি সুখের একটা limitation আছে।।
- ছোটবেলায় শেখানো অনেক জিনিস ভুল।।
- সৌন্দর্যতা থাকলে শব্দের দরকার হয় না।।
- না বলা খুব দরকারি।।
- রাগের মাথায় বলা সব কথা সত্যি হয় না।।
- প্রেম হলো জীবনের একটা option কোন বাধ্যতামূলক নয়।।
- জীবনে কিছু পাওয়ার জন্য লড়াই একাই করতে হবে।কেউ সঙ্গ দেবে না।।
- কারোর থেকে কোনদিন বেশি আশা রাখতে নেই।।
- ভালোবাসা একবারে আসে না এটি একটি দীর্ঘদিনের অভ্যাস।।
- যে মানুষ জীবনে তাড়াতাড়ি আসে সেই মানুষ জীবন থেকে তাড়াতাড়ি চলে যায়।
- প্রতিটি মানুষের তিনটি রূপ থাকে প্রথম রূপ যেটা সে সবাইকে দেখায়, দ্বিতীয় রূপ যেটা সে তার আপনজনকে দেখায়, আর তৃতীয় রূপ যেটা সে তার নিজের কাছে রাখে সবার থেকে লুকায়।।
- হারিয়ে যাওয়া কাউকে অন্যজনের মাঝে খোঁজা উচিত না। সবার একটা আলাদা identity থাকে।।
- পৃথিবীতে যদি কোন loyal বলে জিনিস থাকে, সেটা হলো টাকা। টাকা কোনদিন কাউকে ধোঁকা দেয় না। সে ধোঁকা দিতে জানে না।।
আমি জানি আমার সব কথা বিশ্বাস করা সম্ভব নয় কিন্তু এগুলো সত্যি।।